Sunday, 22 October 2023

 

নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ভারতের পাঁচে পাঁচ


search

নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ভারতের পাঁচে পাঁচ

স্পোর্টস ডেস্ক 

নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ভারতের পাঁচে পাঁচ

ড্যারিল মিচেলের সেঞ্চুরির পরও সংগ্রহটা খুব বেশি এগিয়ে নিতে পারেনি নিউজিল্যান্ড। তা পাড়ি দিতে গিয়ে অবশ্য কিছুটা ঘাম ছুটে যায় ভারতের।

কিন্তু বিরাট কোহলি ছিলেন বলেই তেমন চিন্তার ছাপ দেখা যায়নি স্বাগতিক ড্রেসিং রুমে। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা কোহলি আজও রান তাড়ায় নেমে খেললেন অসাধারণ এক ইনিংস।
দলকে ভাসিয়েছেন টানা পঞ্চম জয়ের আনন্দে।

অপরাজিত থাকার তকমা ধরে রাখার লক্ষ্যেই ধর্মশালা স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল দল।

নিউজিল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিয়ে সেই ধারাটা আরো এক ধাপ টেনে নিল ভারত। ১২ বল হাতে রেখে কিউইদের বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয় পায় স্বাগতিকরা।
২০০৩ বিশ্বকাপের পর এই প্রথম ভারতের কাছে আইসিসি টুর্নামেন্টে হারলো নিউজিল্যান্ড।   

২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ভারতকে দারুণ শুরু এনে দেন। তাদের ওপেনিং জুটিতেই আসে ৭১ রান। দ্বাদশ ওভারে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে রোহিত বিদায় নিলে ভাঙে এই জুটি। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ভারতীয় অধিনায়ক আজ ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৬ রান করেছেন।

রোহিতের বিদায়ের পর গিলও পারেননি টিকে থাকতে। ফার্গুসনের পরের বলেই দ্বিতীয় শিকারে পরিণত হন এই ডানহারি ওপেনার। তবে এর আগে আমলার একটি রেকর্ড ভাঙেন গিল। ২৬ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের মালিক বনে যান এই ভারতীয় ওপেনার। ৪০ ইনিংসে ব্যাট করে এই রেকর্ড গড়েছিলেন আমলা। ২ ইনিংস কম খেলে তাকে ছাড়িয়ে গেলেন গিল।

দুই ওপেনার বিদায় নেওয়ার পর হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। অবশ্য ১৫তম ওভারের দ্বিতীয় বল পরেই মাঠ ঢেকে যায় কুয়াশায়। পরের ওভারের শেষদিকে খেলাই বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে। মিনিট দশেক পর কুয়াশা কেটে গেলে ফের শুরু হয় খেলা। এরপর ইনিংস মেরামতে মনোযোগ দেন কোহলি ও আইয়ার। দুজনে যোগ করেন ৫২ রান। ২২তম ওভারে কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট আঘাত হানলে বিদায় নেন দারুণ খেলতে থাকা আইয়ার (৩৩)।  

৩ উইকেট হারালেও বড় বিপদে পড়তে হয়নি ভারতকে। কারণ ফের হাল ধরেন কোহলি। ৫০-এর বেশি রান যোগ করার পর এই জুটি ভাঙে রাহুলের বিদায়ে। ৩৫ বলে ২৭ রান করে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে লেগ বিফোর হয়ে ফেরেন তিনি। তবে কোহলি হার মানেননি। ৬০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬৯তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।  

এই ফিফটির মাধ্যমে বিশ্বকাপে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। দুজনেই বিশ্বকাপে ১২টি করে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। একই কীর্তি আছে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। তারা তিনজনেই যৌথভাবে আছেন তালিকার দুইয়ে। ২১ বার ৫০ বা তার বেশি রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।  

কোহলি ফিফটির দেখা পাওয়ার পরের ওভারেই রানআউট হয়ে ফেরেন সূর্যকুমার যাদব (২)। কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে উইকেট বিলিয়ে আসেন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন কোহলি। টানা দ্বিতীয় সেঞ্চুরির কাছে গিয়েও ১০৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৫ রানে আউট হন তিনি। সেঞ্চুরির জন্য ম্যাট হেনরিকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন অপরাজিত থাকতে হয় তাকে। দারুণ সঙ্গ দেওয়া জাদেজা জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন ৪৪ বলে ৩৯ রান করে।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাটিংয়ে নেমে গুটিয়ে যায় ২৭৩ রানে।  শুরুতেই ধাক্কা খায় তারা। দুই ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। এর মধ্যে ৯ বল খেলে সিরাজের বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কনওয়ে। এরপর দলীয় ১৯ রানে ইয়াং (১৭) এর উইকেট হারায় কিউইরা। তাকে সরাসরি বোল্ড করে ফেরান শামি।

চাপের মুখে নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেন রাচিন রবীন্দ্র ও মিচেল। দুজনের জুটিতে আসে ১৫৯ রান। এর মধ্যে ৮৭ বলে ৭৫ রান করে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রবীন্দ্র। মাঝে কিউই অধিনায়ক টম ল্যাথাম ফেরেন ব্যক্তিগত ৫ রানে। তবে মিচেল ঠিক ১০০ বলের মোকাবিলায় ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পান।  

অবশ্য ব্যক্তিগত ৭৩ রানে মিচেলের একটি সহজ ক্যাচ ফেলে দেন জসপ্রীত বুমরাহ। এর আগে ব্যক্তিগত ৬০ রানেও উইকেটকিপার লোকেশ রাহুল ক্যাচ ফেলে দিলে বেঁচে যান মিচেল। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। কিন্তু শেষ ছয় ওভারে রান তোলার গতি কমে যায় কিউইদের। সেই চাপে একের পর এক উইকেটও হারায় তারা।  

শেষ ৬ ওভারে কিউইরা মাত্র ৩০ রান তুলতেই হারায় ৬ উইকেট। এর মধ্যে সেট ব্যাটার ড্যারিল মিচেলকে শেষ ওভারের পঞ্চম বলে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূরণ করেন শামি। মিচেলের ব্যাট থেকে আসে ১২৭ বলে ১৩০ রান; হাঁকান ৯টি চার ও ৫টি ছক্কা। নিউজিল্যান্ডের শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ভারতের কুলদিপ উইকেট পেয়েছেন ২টি এবং বুমরাহ ও সিরাজ পেয়েছেন ১টি করে উইকেট। পাঁচ উইকেট নেওয়া শামি দলে ফিরেই পেলেন ম্যাচসেরার পুরস্কার।

বাংলাদেশ সময়ঃ ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩

Proyotoma Full Movie By Shakib Khan,Hridika.2023

 

Borolok er Pola
Full Natok

 

আবার পর্দায় লোকেশ-জাদু


বাণিজ্যিক আর শৈল্পিক ঘরানার মিশেলে সিনেমা বানান লোকেশ কঙ্গরাজ। দক্ষিণ ভারতের এই নির্মাতার সিনেমা সমালোচক-নন্দিত হয়, বক্স অফিসে ব্যবসাও করে। গত বছর ‘বিক্রম’-এর মতো সুপারহিট সিনেমার পর পরিচালক হাজির লিও নিয়ে। গত বৃহস্পতিবার মুক্তির পর থেকে বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে থালাপতি বিজয় অভিনীত সিনেমাটি।
‘মানাগারাম’ দিয়ে ২০১৭ সালে পরিচালনা শুরু করেন লোকেশ। প্রথম সিনেমাতেই সাফল্য। হাইপার লিংক থ্রিলারটি দেখে সমালোচকেরা বলেন, ‘মাস্ট ওয়াচ’, বক্স অফিসে লক্ষ্মী লাভও হয় যথেষ্ট। পরের কয়েক বছরে ‘কাইথি, ‘মাস্টার’ আর ‘বিক্রম’ বানিয়েছেন পরিচালক। এর মধ্যে ‘কাইথি’কে বলা হয় তাঁর ক্যারিয়ারের সেরা সিনেমা। ‘কাইথি’ আর ‘বিক্রম’ লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের (এলসিইউ) অংশ। ‘লিও’ সেই ইউনিভার্সের তৃতীয় কিস্তি।

রবিচন্দ্রনের কাজ প্রশংসিত হয়েছে। ব্যতিক্রম ছিল না এ সিনেমাও। চলতি বছর আলোচিত আরও দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘জেলার’-এর সংগীতও তাঁরই করা।

‘লিও’–এর শুটিংয়ের বিজয় ও লোকেশ। আইএমডিবি
‘লিও’–এর শুটিংয়ের বিজয় ও লোকেশ। আইএমডিবি

থালাপতি বিজয় ছাড়াও ‘লিও’-এর বিভিন্ন চরিত্রে আছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, গৌতম মেনন, প্রিয়া আনন্দ প্রমুখ। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে বিজয় একাই পারিশ্রমিক নিয়েছেন ১২০ কোটি রুপি! ছবিতে বিজয়ের ধূসর চরিত্রের লুক চূড়ান্ত করা হয় ৩০টি আলাদা লুক দেখার পর। ছবিতে পঞ্চমবারের মতো তাঁর জুটি হয়েছেন তৃষা। ‘লিও’-এর অন্যতম খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়।

অভিনেতা জানিয়েছেন, মাত্র এক লাইন গল্প শুনেই চরিত্রটি করতে রাজি হন তিনি। সিনেমার একটি অতিথি চরিত্রে আছেন নির্মাতা অনুরাগ কাশ্যপও।
‘লিও’-এর বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। এ ছাড়া চেন্নাই, হায়দরাবাদের রামুজি ফিল্মসহ আরও কয়েকটি জায়গায় হয়েছে সিনেমার কাজ।

‘লিও’–এর শুটিংয়ের দৃশ্য। আইএমডিবি
‘লিও’–এর শুটিংয়ের দৃশ্য। আইএমডিবি

লোকেশের পরের তিন সিনেমা চূড়ান্ত হয়ে আছে। এরপর রজনীকান্তকে সিনেমা বানাবেন তিনি, এরপর আসবে ‘কাইথি ২’ ও ‘বিক্রম ২’। নির্মাতা আগেই জানিয়েছিলেন, মোটমাট দশটি সিনেমা বানাবেন তিনি। পাঁচটি তো হয়েই গেল, এখন বাকি পাঁচটি দেখার অপেক্ষা।


নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ, পান্ডিয়ার জায়গায় কে

ভারত-নিউজিল্যান্ডের এগিয়ে যাওয়ার লড়াই। দুটি দলই নিজেদের প্রথম চার ম্যাচের সব কটিতে জিতেছে। আজ তারা মুখোমুখি হচ্ছে ধর্মশালায়। যারা জিতবে, সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে কোন একাদশ খেলাবে দুই দল। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে ভারত দলে পরিবর্তন নিশ্চিত। কে খেলবেন পান্ডিয়ার জায়গায়? নিউজিল্যান্ড দলে কি কোনো পরিবর্তন আসছে?

পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদব অথবা ঈশান কিষানের মধ্যে কারও একাদশে ঢোকার সম্ভাবনা বেশি। এই দুই ব্যাটসম্যানের মধ্যে সূর্যকুমার জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। ওপেনার ঈশান ভারতের হয়ে পাঁচ নম্বরের নিচে কখনো ব্যাটিং করেননি। অন্যদিকে, সূর্যকুমার ছয়-সাত নম্বরেই ব্যাটিং করতে অভ্যস্ত। তবে গতকাল অনুশীলনে হালকা চোট পেয়েছেন সূর্য। সেই চোট কতটা গুরুতর, সেটা অবশ্য জানা যায়নি।

Valo Lagar kiso Somoy❤️

 

Saturday, 21 October 2023

 

বাবর এবং আরও অনেকের কোহলির কাছ থেকে শেখা উচিত

৫, ১০, ৫০, ১৮—বিশ্বকাপে বাবর আজমের ব্যাট এখনো সেভাবে হাসেনি। পাকিস্তান দলও প্রথম দুই ম্যাচ জয়ের পর হেরে গেছে টানা দুই ম্যাচ।

আহমেদাবাদে গত শনিবার ভারতের বিপক্ষে অর্ধশত ছুঁয়েই মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন বাবর। সেদিন তাঁর আউটের পরই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। বেঙ্গালুরুর ব্যাটিং–সহায়ক পিচে গতকালও প্রত্যাশা পূরণ করতে পারেননি বাবর। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ওপেনাররা ভালো শুরু এনে দিলেও বাবর নিজের উইকেট ছুড়ে এসেছেন।

অথচ বাবর একটু দায়িত্ব নিয়ে খেললেই লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল। যেটা দিনের পর দিন, বছরের পর বছর ধরে করে যাচ্ছেন বিরাট কোহলি। এই বিশ্বকাপেও রান তাড়ায় দারুণ ধারাবাহিক কোহলি। চার ইনিংসের দুটিতে করেছেন অর্ধশত। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভারতের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সঙ্গে নিজের রানের হিসাব মিলিয়ে তো শতকই তুলে নিয়েছেন; যা নিয়ে এখনো চর্চা চলছে

এখানেই বাবরের সঙ্গে বিরাট কোহলির ব্যবধান দেখছেন ভারতের ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্ত। টুইটারে তিনি লিখেছেন, ‘বাবর আজমের এই ম্যাচ জেতানো উচিত ছিল। বিরাট কোহলি যেমন এক যুগের বেশি সময় ধরে বড় লক্ষ্য তাড়া করে যাচ্ছেন।’

সাংবাদিক গুপ্তর সেই টুইট শেয়ার করেছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন সিং। সাবেক এই স্পিনার লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই কোহলি আধুনিক যুগের কিংবদন্তি। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো কন্ডিশনে সে রান করে এবং ভারতকে জেতায়। বাবর এবং আরও অনেকের কোহলির কাছ থেকে শেখা উচিত। কথা শেষ। কারও কোনো সন্দেহ আছে?’


'১০ টাকায় উৎপাদিত সবজির বাজারমূল্য ১২০ টাকা'


১০ টাকায় উৎপাদিত সবজির বাজারমূল্য ১২০ টাকা – বণিক বার্তার প্রধান শিরোনাম এটি। এ খবরে বলা হচ্ছে, সরকারের কৃষি বিপণন অধিদপ্তর প্রতি মৌসুমেই বিভিন্ন সবজির উৎপাদন খরচের হিসাব রাখে। সংস্থাটির তথ্য অনুযায়ী এক কেজি বেগুন উৎপাদনে খরচ হয় ১০ টাকার কিছু বেশি। অথচ বিভিন্ন হাত ঘুরে রাজধানীর খুচরা বাজারে সেই সবজি ভোক্তাকে কিনতে হচ্ছে ১০ গুণেরও বেশি দামে।

আকার ও মানভেদে লম্বা ও গোল বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৬০ টাকা কেজি পর্যন্ত। এর কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা সামনে আনেন নানা অজুহাত। প্রায় সব সবজিরই একই অবস্থা। উৎপাদন খরচের সঙ্গে খুচরা বাজারের দামে অনেক বেশি তফাত থাকলেও কৃষকরা এর অংশীদার হতে পারছেন না।

শতাধিক মামলার বিচারে হঠাৎ দ্রুতগতি – দৈনিক সমকালের প্রধান শিরোনাম এটি। বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের চূড়ান্ত আন্দোলন ঘিরে প্রবল বেগে চলছে বিএনপি নেতাদের মামলার বিচারকাজ। মামলার কার্যক্রমে এমনই গতি– দিনে তো বটেই, রাতেও চলছে মামলার সাক্ষ্য গ্রহণ। গতি পাওয়া এমন মামলার সংখ্যা শতাধিক।

এ পটভূমিতে সাজাভীতিতে আচ্ছন্ন হয়ে আছেন বিএনপির অনেক প্রভাবশালী কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের পোড়খাওয়া নেতা। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীর কেউ কেউ শুনছেন মামলার রায়ও। প্রিয় রাজনীতির মাঠকে আপাতত বিদায় বলে সাজা মাথায় নিয়ে তাদের কারও কারও গন্তব্য চৌদ্দ শিকে।

সারাদেশে বিএনপি নেতাকর্মীর নামে মামলা দেড় লক্ষাধিক। নতুন-পুরোনো মামলার মিশেলে আদালত আঙিনায় চক্কর দিতে দিতেই ঘাম ছুটছে তাদের। কাঠগড়া, হাজিরা, জামিন– এসবই আসামিদের এখনকার যাপিত জীবন। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক আর কর্মজীবন হয়ে গেছে তছনছ।

অগ্নিসন্ত্রাসের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে – প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে শিরোনাম করেছে বেশ কিছু পত্রিকা। ইত্তেফাক বলছে শনিবার হাইকোর্ট এলাকায় বার কাউন্সিলের নতুন ১৫ তলা ভবন উদ্বোধনের পর আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথির হিসেবে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, এই অগ্নিসন্ত্রাসের সঙ্গে যারা জড়িত জেলায় জেলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা চলমান রয়েছে সে মামলাগুলো দ্রত সম্পন্ন করতে হবে। আইনজীবী এবং সরকারি কর্মকর্তাদের কাছে এটা আমার অনুরোধ।

 

গাজায় প্রবেশের আগে ইসরায়েলের যত হিসাব-নিকাশ


বেশ কয়েকদিন ধরে ইসরায়েল আভাস দিয়ে যাচ্ছে যে, তাদের বিশাল সৈন্য বাহিনী হামাসকে চিরতরে নিশ্চিহ্ন করতে গাজায় অভিযান চালানোর জন্য প্রস্তুত।

ইসরায়েলের ডিফেন্স ফোর্স-আইডিএফের তিন লাখ সংরক্ষিত সেনা সদস্যকে ডাকা হয়েছে এরই মধ্যে। গাজা সীমান্তের অন্যপাশে ইসরায়েল অংশের ছোট ছোট শহর, মাঠ আর শস্যক্ষেত সব এখন ট্যাংক, গোলা বারুদ এবং ভারী অস্ত্রে সুসজ্জিত হাজারো সেনা সদস্য দিয়ে ভর্তি।

ইসরায়েলি বিমান ও নৌ বাহিনী যত হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সন্দেহজনক আস্তানা ও অস্ত্রাগার আছে - সেসব লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক মারা যাচ্ছেন ও আহত হচ্ছেন, আর অল্প সংখ্যক হামাস নেতা মারা পড়ছেন।

গাজার একটি হাসপাতালে বিস্ফোরণের ফলে যে বিপুল মানুষ হতাহত হয়েছে, তা এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, যদিও এ হামলার দায় অস্বীকার করে দু'পক্ষই একে অন্যকে অভিযুক্ত করছে।

কিন্তু কেন এখনো গাজায় অভিযানের ঘোষণা দিয়েও তা শুরু করছে না ইসরায়েল?

এর পেছনে আসলে অনেকগুলো কারণ আছে।


Thursday, 19 October 2023

 

'মহাযাত্রা' শুরুর ঘোষণা ফখরুলের, ওবায়দুল কাদের বললেন ‘দাঁড়াতে দিবো না’


বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই সমাবেশ থেকেই তাদের 'মহাযাত্রা' শুরু হবে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আর থামবেন না।

বুধবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির এক সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দিয়েছেন।

তিনি ২৮শে অক্টোবরের মহাসমাবেশ থেকেই সরকার বিরোধী চূড়ান্ত কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।

ওদিকে প্রায় একই সময়ে ঢাকায় সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “তারা (বিএনপি) অবরোধ করবে, আমরাও পাল্টা অবরোধ করবো । দাঁড়াতে দিবো না”।

তিনি বলেন, পশ্চিমারা নাকি বিএনপিকে উৎসাহ দিচ্ছে কিন্তু তাদের চারপাশেই এখন অশান্তির আগুন।

‘তবে নির্বাচনে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয় সেটা আমরাও দেখতে চাই”, বলেছেন মি.কাদের।

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের কারণে শহরজুড়ে প্রচণ্ড যানজট তৈরি হয় এবং এজন্য বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় যানজটে পড়ে দুর্ভোগে পোহাতে হয়েছে মানুষকে।

দ্বাদশ সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের দাবিতে দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

নির্বাচন কমিশন ইতোমধ্যেই জানিয়েছে নভেম্বর মাসেই ওই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে এবং জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে।

ওদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ক্ষেত্রে যারাই বাধা হবে তাদের জন্য ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দিয়ে রেখেছে।

 

সাকিবের অভাব 'অপূরণীয়'


ভারতের ক্রিকেট উপস্থাপক হারশা ভোগলে বলেছেন, সাকিব না খেললে যে শূণ্যতা বাংলাদেশের একাদশে তৈরি হবে সেটা অপূরণীয়।

“সাকিব যদি না খেলেন সেখানে যে ফাঁকা জায়গা তৈরি হবে সেটা কখনোই পূরণ করার মতো নয়, আপনি আপনার দশ ওভার বল করা বোলার ও ওপরের দিকে ব্যাট করা ব্যাটার একসাথে হারাচ্ছেন”।

সাকিব না খেললে শান্ত, লিটন, মুশফিকের ওপর চাপ বাড়বে। তানজিদ তামিম এখনও পারফর্ম করেননি কিন্তু বাংলাদেশের ভালো করতে হলে এই তরুণদের ভাল খেলতেই হবে, বলছেন হারশা ভোগলে।

লিটন দাসকে নিয়ে শংকার কথা প্রকাশ করেছেন হারশা, তিনি বলেন, “বাংলাদেশ অনেক ক্রিকেটারই আসেন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলেননা। এটা দিনশেষে আফসোসের হবে যদি লিটন দাসও সেই তালিকায় নাম লেখান”।

শান্তর কথা আলাদাভাবে বলেন হারশা, ৩০-৪০ রান করলে হবে না, শান্তর বড় রান করতে হবে।

বাংলাদেশের বোলারদের সাবধান করে দিয়েছেন হারশা, যেন রোহিত শর্মাকে শর্ট বল না করেন তারা।

রোহিত শর্মা সম্প্রতি তুখোড় ফর্মে আছেন, আফগানিস্তানের বিপক্ষে শতক ও পাকিস্তানের বিপক্ষে ৮৫ রানের একটি ইনিংস খেলেছেন।

ভারতের ক্রীড়া সংগঠক ও লেখক জয় ভট্টাচার্য বলেন, “আমি তাসকিনকে পছন্দ করি। উইকেট নিতে পারেন এবং দুর্দান্ত অ্যাকশন”।


 

'ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ'- শেন বন্ড


বিশ্বকাপে বৃহস্পতিবারের ম্যাচে পুনেতে ভারত জিতলে সেমিফাইনালের পথে আরও এক পা দিবে রোহিত শর্মার দল, বাংলাদেশ জিতলে কোনও মতে আশা টিকিয়ে রাখবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান একটি চোট পেয়েছিলেন, তা অনেকটাই সেরে উঠেছে বলেছেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহা।

কিন্তু ‘সাকিব খেলবেনই’- এই নিশ্চয়তা তিনি দেননি।

ভারতের বোলিং কোচ পরশ মামব্রে যদিও বলেছেন সাকিবকে নিয়ে ভারত ভাবছে না, কিন্তু এই ম্যাচের আগে দুই দেশের বিশ্লেষকরাই সাকিবকে নিয়ে কথা বলছেন।

ভারতের বিপক্ষে সাকিব বাংলাদেশের আট জয়ে দুইবার ম্যান অফ দ্য ম্যাচ, ব্যাট হাতে ২২ ম্যাচে ৭৫১ রান তুলেছেন ৩৭ গড়ে, করেছেন ৯টি ফিফটি।

বল হাতে ২২ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট, একবার ৫ উইকেট নিয়েছেন এবং গড় ৩২.৬৬।

Wednesday, 18 October 2023




 🚨 Iconic Moment 🇧🇷🇧🇩


ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহোর সাথে আমাদের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া 😍


🇧🇷 Ronaldinho Gaúcho 🤝 Jamal Bhuyan 🇧🇩🫶💖

 

পুনেতে টানটান উত্তেজনায় আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত

বিশ্বকাপ ক্রিকেটে – তা সে ওয়ানডে বা টিটোয়েন্টি যে ফর্ম্যাটেই হোক – বাংলাদেশ আর ভারত মুখোমুখি হলেই নাটকীয়তার ছড়াছড়ি থাকে সাধারণত। মাঠের বাইরে যেমন, মাঠের ভেতরেও – আর এই ট্র্যাডিশন সেই ২০০৭-এ ক্যারিবিয়ান থেকে চলছে।

সেই ষোলো বছর আগে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই কার্যত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ঘটনাচক্রে বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ তারকা সাকিব আল হাসানের সেটাই ছিল প্রথম বিশ্বকাপ, আর ভারতকে হারানোতে বড় ভূমিকা রেখেছিল তরুণ সাকিবের হাফ সেঞ্চুরি।

আজ তার এতকাল বাদে পুনে-তে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সেই বিশ্বকাপের আসরেই যখন দুই দল মুখোমুখি হচ্ছে, তখন কিন্তু ছবিটা সম্পূর্ণ উল্টো।

বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বুধবার সন্ধ্যায় স্বীকার করলেন, এই মুহুর্তে টুর্নামেন্টে ‘ইন ফর্ম’ টিম হল ভারতই – যারা দুর্ধর্ষ খেলছে।

অন্য দিকে বাংলাদেশের জন্য শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকতে এই ম্যাচটা জেতা ভীষণ ভীষণ জরুরি – ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচে হেরে তাদের পিঠ একরকম দেওয়ালে ঠেকে গেছে বলা চলে।

বাংলাদেশের জন্য আরও দুশ্চিন্তার কথা, সাকিব আল হাসানকে আজকের ম্যাচে পাওয়া যাবেই – তা এখনও একশো ভাগ নিশ্চিত নয়।

ভারতও পাশাপাশি জানিয়ে রেখেছে, বিশ্বকাপে খেলা দল হিসেবে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে তারা সমীহ করছে ঠিকই – তবে তারা পর পর তিনটে ম্যাচে জেতার ‘মোমেন্টাম’টা এই ম্যাচেও ধরে রাখতে চায়।

 

‘আইএমএফের শর্ত পূরণে সময় চেয়েছে বাংলাদেশ’

বাংলাদেশের রিজার্ভ সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা সংস্থার ঋণ নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, আইএমএফের শর্ত পূরণে সময় চেয়েছে বাংলাদেশ। এতে বলা হয়েছে, আইএমএফ যেসব শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছিল, সেগুলো থেকে তিনটি বড় শর্ত শিথিল করতে সম্মত হয়েছে সংস্থাটি।

এসব শর্ত হলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্দিষ্ট রাখা। বাংলাদেশের পক্ষ থেকে এই শর্তগুলো শিথিল করার প্রস্তাব দেয়া হয়েছে। একই সাথে এগুলো বাস্তবায়নের জন্য সময় চেয়েও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে আইএমএফ।

বাংলাদেশকে আইএমএফ যে ঋণ দিয়েছে তার দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে আইএমএফকে যেসব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যা কতটা বাস্তবায়ন হয়েছে তা যাচাই করতে একটি মিশন এসেছে ঢাকায়।

সেসব শর্তের বেশিরভাগই বাস্তবায়ন করা হলেও রিজার্ভের মজুদ, রাজস্ব আয় বাড়ানো এবং পেট্রোলিয়াম পণ্যের জন্য ফর্মুলাভিত্তিক মূল্য সমন্বয় পদ্ধতি চালু করতে পারেনি। সরকারের তরফ থেকে আগামী জাতীয় নির্বাচনের পর থেকে এসব কাজ শুরুর কথা বলা হয়েছে।

এদিকে, ঢাকায় বুধবার বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ এবং পাল্টাপাল্টি বক্তব্যই সব সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে। এনিয়ে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী’

এ খবরে বলা হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি একটি শেষবার্তা দিতে চান। আর সেটি হচ্ছে, আগামী নির্বাচনের শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন।

শেখ রাসেলের ৬০তম জন্মদিনে উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ওই সমাবেশের আয়োজন করে। সেখানে তিনি আগামী নির্বাচনেও জনগণের ভোটে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনেকটা একই শিরোনাম করেছে আরেকটি পত্রিকা মানবজমিন। দৈনিকটির প্রথম পাতার খবর নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এই খবরটিতে বলা হয়েছে, বিএনপিকে শেষ বার্তা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন।

 

গাজায় ত্রাণ পৌঁছাতে ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিশর

মিশরের প্রেসিডেন্ট গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন, যেখানে ত্রাণবাহী ২০টি পর্যন্ত ট্রাক যেতে পারবে।

এদিকে, ইসরায়েলের মানুষের সাথে সংহতি জানিয়ে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মধ্যপ্রাচ্যের পথে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার সকালেই ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে।

ওদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজার হাসপাতালে হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়েছে এবং এ পর্যন্ত ৪৭১ জন মারা গেছে।

হাসপাতালে বিস্ফোরণের সাথে নিজের সম্পৃক্ততার খবর প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এবং প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের এ অবস্থানকে সমর্থন করেছেন।

যদিও হামাস তাৎক্ষনিকভাবে ওই ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করেছিলো। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের অভিযোগ ফিলিস্তিনিদের ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘটনাটি ঘটেছে।

তবে আরব বিশ্বের অনেক দেশই হামাসের মতো ইসরায়েলকেই ওই হামলার জন্য দোষারোপ করেছে এবং আরব নেতারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাদের বৈঠকও বাতিল করেছেন।

যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে আরও ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

  ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই ন...