'ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ'- শেন বন্ড
বিশ্বকাপে বৃহস্পতিবারের ম্যাচে পুনেতে ভারত জিতলে সেমিফাইনালের পথে আরও এক পা দিবে রোহিত শর্মার দল, বাংলাদেশ জিতলে কোনও মতে আশা টিকিয়ে রাখবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান একটি চোট পেয়েছিলেন, তা অনেকটাই সেরে উঠেছে বলেছেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহা।
কিন্তু ‘সাকিব খেলবেনই’- এই নিশ্চয়তা তিনি দেননি।
ভারতের বোলিং কোচ পরশ মামব্রে যদিও বলেছেন সাকিবকে নিয়ে ভারত ভাবছে না, কিন্তু এই ম্যাচের আগে দুই দেশের বিশ্লেষকরাই সাকিবকে নিয়ে কথা বলছেন।
ভারতের বিপক্ষে সাকিব বাংলাদেশের আট জয়ে দুইবার ম্যান অফ দ্য ম্যাচ, ব্যাট হাতে ২২ ম্যাচে ৭৫১ রান তুলেছেন ৩৭ গড়ে, করেছেন ৯টি ফিফটি।
বল হাতে ২২ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট, একবার ৫ উইকেট নিয়েছেন এবং গড় ৩২.৬৬।
No comments:
Post a Comment