সাকিবের অভাব 'অপূরণীয়'
ভারতের ক্রিকেট উপস্থাপক হারশা ভোগলে বলেছেন, সাকিব না খেললে যে শূণ্যতা বাংলাদেশের একাদশে তৈরি হবে সেটা অপূরণীয়।
“সাকিব যদি না খেলেন সেখানে যে ফাঁকা জায়গা তৈরি হবে সেটা কখনোই পূরণ করার মতো নয়, আপনি আপনার দশ ওভার বল করা বোলার ও ওপরের দিকে ব্যাট করা ব্যাটার একসাথে হারাচ্ছেন”।
সাকিব না খেললে শান্ত, লিটন, মুশফিকের ওপর চাপ বাড়বে। তানজিদ তামিম এখনও পারফর্ম করেননি কিন্তু বাংলাদেশের ভালো করতে হলে এই তরুণদের ভাল খেলতেই হবে, বলছেন হারশা ভোগলে।
লিটন দাসকে নিয়ে শংকার কথা প্রকাশ করেছেন হারশা, তিনি বলেন, “বাংলাদেশ অনেক ক্রিকেটারই আসেন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলেননা। এটা দিনশেষে আফসোসের হবে যদি লিটন দাসও সেই তালিকায় নাম লেখান”।
শান্তর কথা আলাদাভাবে বলেন হারশা, ৩০-৪০ রান করলে হবে না, শান্তর বড় রান করতে হবে।
বাংলাদেশের বোলারদের সাবধান করে দিয়েছেন হারশা, যেন রোহিত শর্মাকে শর্ট বল না করেন তারা।
রোহিত শর্মা সম্প্রতি তুখোড় ফর্মে আছেন, আফগানিস্তানের বিপক্ষে শতক ও পাকিস্তানের বিপক্ষে ৮৫ রানের একটি ইনিংস খেলেছেন।
ভারতের ক্রীড়া সংগঠক ও লেখক জয় ভট্টাচার্য বলেন, “আমি তাসকিনকে পছন্দ করি। উইকেট নিতে পারেন এবং দুর্দান্ত অ্যাকশন”।
No comments:
Post a Comment