Wednesday, 18 October 2023

 

‘আইএমএফের শর্ত পূরণে সময় চেয়েছে বাংলাদেশ’

বাংলাদেশের রিজার্ভ সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা সংস্থার ঋণ নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, আইএমএফের শর্ত পূরণে সময় চেয়েছে বাংলাদেশ। এতে বলা হয়েছে, আইএমএফ যেসব শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছিল, সেগুলো থেকে তিনটি বড় শর্ত শিথিল করতে সম্মত হয়েছে সংস্থাটি।

এসব শর্ত হলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্দিষ্ট রাখা। বাংলাদেশের পক্ষ থেকে এই শর্তগুলো শিথিল করার প্রস্তাব দেয়া হয়েছে। একই সাথে এগুলো বাস্তবায়নের জন্য সময় চেয়েও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে আইএমএফ।

বাংলাদেশকে আইএমএফ যে ঋণ দিয়েছে তার দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে আইএমএফকে যেসব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যা কতটা বাস্তবায়ন হয়েছে তা যাচাই করতে একটি মিশন এসেছে ঢাকায়।

সেসব শর্তের বেশিরভাগই বাস্তবায়ন করা হলেও রিজার্ভের মজুদ, রাজস্ব আয় বাড়ানো এবং পেট্রোলিয়াম পণ্যের জন্য ফর্মুলাভিত্তিক মূল্য সমন্বয় পদ্ধতি চালু করতে পারেনি। সরকারের তরফ থেকে আগামী জাতীয় নির্বাচনের পর থেকে এসব কাজ শুরুর কথা বলা হয়েছে।

এদিকে, ঢাকায় বুধবার বড় দুই রাজনৈতিক দলের সমাবেশ এবং পাল্টাপাল্টি বক্তব্যই সব সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে। এনিয়ে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী’

এ খবরে বলা হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি একটি শেষবার্তা দিতে চান। আর সেটি হচ্ছে, আগামী নির্বাচনের শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন।

শেখ রাসেলের ৬০তম জন্মদিনে উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ওই সমাবেশের আয়োজন করে। সেখানে তিনি আগামী নির্বাচনেও জনগণের ভোটে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনেকটা একই শিরোনাম করেছে আরেকটি পত্রিকা মানবজমিন। দৈনিকটির প্রথম পাতার খবর নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এই খবরটিতে বলা হয়েছে, বিএনপিকে শেষ বার্তা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন।

No comments:

Post a Comment

যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে আরও ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

  ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই ন...