Wednesday, 29 November 2023

যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে আরও ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি


 ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই নাগরিক আছেন।

অন্যদিকে, দেশটির কারা কর্মকর্তারা জানিয়েছেন যে ইসরায়েল থেকেও ৩০জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে আরও দেড়শো ফিলিস্তিনি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাদের বেশিরভাগই কিশোর ও নারী।

উভয় পক্ষ যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা বাড়াতে একমত হওয়ার পর মঙ্গলবার ছিলো হামাস ও ইসরায়েলের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিন।

যুদ্ধবিরতি শুরুর পর এ পর্যন্ত গাজা থেকে মোট ৮১ জন জিম্মি মুক্তি পেয়ে ইসরায়েলে ফেরত গেছেন, এর মধ্যে ৬১ জন ইসরায়েলের নাগরিক এবং তারা সবাই নারী ও শিশু।

হামাসের জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের কাছ থেকে যেসব বর্ণনা পাওয়া গেছে তাতে তাদের কোন ভূগর্ভস্থ জনবহুল জায়গায় রাখা হয়েছিলো, প্রয়োজনের তুলনায় কম খাবার এবং বিছানা হিসেবে ব্যবহারের জন্য বেঞ্চ দেয়া হয়েছিলো বলে জানা যায়।

ওদিকে চুক্তির আওতায় যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল তাদের বিরুদ্ধে আগে পাথর ছোঁড়া থেকে শুরু করে হত্যা চেষ্টার অভিযোগ পর্যন্ত আনা হয়েছিলো।

প্রতি মাসে কমছে রিজার্ভ, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে?

 

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনো থামছে না রিজার্ভের ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য থেকে দেখা যাচ্ছে প্রায় প্রতি মাসেই রিজার্ভের পরিমাণ আগের মাসের তুলনায় কমছে।

অর্থনীতিবিদরা বলছেন, ডলারের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকার কারণে প্রতি মাসে প্রায় এক বিলিয়ন ডলারের মতো ঘাটতি থাকছে।

বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "বাজারে ডলারের যে অভাব রয়েছে সেটা আংশিক পূরণ করার জন্য প্রতি মাসে একশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংক বিক্রি করছে। এভাবে বিক্রি চলতে থাকলে রিজার্ভ কমতেই থাকবে।"

"আর এটা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে গেলে বলতে হবে যে, সেটা আসলে শূন্যের নিচে নামার সুযোগ নাই!"

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ নভেম্বরে মোট রিজার্ভের পরিমাণ ২৫.১৬ বিলিয়ন ডলার। আর আইএমএফ এর প্রস্তাবিত বিপিএম৬ পদ্ধতি অনুসরণ করে করা হিসাব অনুযায়ী, রিজার্ভ ১৯.৫২ বিলিয়ন ডলার।

Sunday, 22 October 2023

 

নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ভারতের পাঁচে পাঁচ


search

নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ভারতের পাঁচে পাঁচ

স্পোর্টস ডেস্ক 

নিউজিল্যান্ডকে হারের স্বাদ দিয়ে ভারতের পাঁচে পাঁচ

ড্যারিল মিচেলের সেঞ্চুরির পরও সংগ্রহটা খুব বেশি এগিয়ে নিতে পারেনি নিউজিল্যান্ড। তা পাড়ি দিতে গিয়ে অবশ্য কিছুটা ঘাম ছুটে যায় ভারতের।

কিন্তু বিরাট কোহলি ছিলেন বলেই তেমন চিন্তার ছাপ দেখা যায়নি স্বাগতিক ড্রেসিং রুমে। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা কোহলি আজও রান তাড়ায় নেমে খেললেন অসাধারণ এক ইনিংস।
দলকে ভাসিয়েছেন টানা পঞ্চম জয়ের আনন্দে।

অপরাজিত থাকার তকমা ধরে রাখার লক্ষ্যেই ধর্মশালা স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল দল।

নিউজিল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিয়ে সেই ধারাটা আরো এক ধাপ টেনে নিল ভারত। ১২ বল হাতে রেখে কিউইদের বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয় পায় স্বাগতিকরা।
২০০৩ বিশ্বকাপের পর এই প্রথম ভারতের কাছে আইসিসি টুর্নামেন্টে হারলো নিউজিল্যান্ড।   

২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ভারতকে দারুণ শুরু এনে দেন। তাদের ওপেনিং জুটিতেই আসে ৭১ রান। দ্বাদশ ওভারে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে রোহিত বিদায় নিলে ভাঙে এই জুটি। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ভারতীয় অধিনায়ক আজ ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৬ রান করেছেন।

রোহিতের বিদায়ের পর গিলও পারেননি টিকে থাকতে। ফার্গুসনের পরের বলেই দ্বিতীয় শিকারে পরিণত হন এই ডানহারি ওপেনার। তবে এর আগে আমলার একটি রেকর্ড ভাঙেন গিল। ২৬ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের মালিক বনে যান এই ভারতীয় ওপেনার। ৪০ ইনিংসে ব্যাট করে এই রেকর্ড গড়েছিলেন আমলা। ২ ইনিংস কম খেলে তাকে ছাড়িয়ে গেলেন গিল।

দুই ওপেনার বিদায় নেওয়ার পর হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। অবশ্য ১৫তম ওভারের দ্বিতীয় বল পরেই মাঠ ঢেকে যায় কুয়াশায়। পরের ওভারের শেষদিকে খেলাই বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে। মিনিট দশেক পর কুয়াশা কেটে গেলে ফের শুরু হয় খেলা। এরপর ইনিংস মেরামতে মনোযোগ দেন কোহলি ও আইয়ার। দুজনে যোগ করেন ৫২ রান। ২২তম ওভারে কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট আঘাত হানলে বিদায় নেন দারুণ খেলতে থাকা আইয়ার (৩৩)।  

৩ উইকেট হারালেও বড় বিপদে পড়তে হয়নি ভারতকে। কারণ ফের হাল ধরেন কোহলি। ৫০-এর বেশি রান যোগ করার পর এই জুটি ভাঙে রাহুলের বিদায়ে। ৩৫ বলে ২৭ রান করে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে লেগ বিফোর হয়ে ফেরেন তিনি। তবে কোহলি হার মানেননি। ৬০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬৯তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।  

এই ফিফটির মাধ্যমে বিশ্বকাপে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। দুজনেই বিশ্বকাপে ১২টি করে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। একই কীর্তি আছে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। তারা তিনজনেই যৌথভাবে আছেন তালিকার দুইয়ে। ২১ বার ৫০ বা তার বেশি রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।  

কোহলি ফিফটির দেখা পাওয়ার পরের ওভারেই রানআউট হয়ে ফেরেন সূর্যকুমার যাদব (২)। কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে উইকেট বিলিয়ে আসেন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন কোহলি। টানা দ্বিতীয় সেঞ্চুরির কাছে গিয়েও ১০৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৫ রানে আউট হন তিনি। সেঞ্চুরির জন্য ম্যাট হেনরিকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন অপরাজিত থাকতে হয় তাকে। দারুণ সঙ্গ দেওয়া জাদেজা জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন ৪৪ বলে ৩৯ রান করে।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাটিংয়ে নেমে গুটিয়ে যায় ২৭৩ রানে।  শুরুতেই ধাক্কা খায় তারা। দুই ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। এর মধ্যে ৯ বল খেলে সিরাজের বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কনওয়ে। এরপর দলীয় ১৯ রানে ইয়াং (১৭) এর উইকেট হারায় কিউইরা। তাকে সরাসরি বোল্ড করে ফেরান শামি।

চাপের মুখে নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেন রাচিন রবীন্দ্র ও মিচেল। দুজনের জুটিতে আসে ১৫৯ রান। এর মধ্যে ৮৭ বলে ৭৫ রান করে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রবীন্দ্র। মাঝে কিউই অধিনায়ক টম ল্যাথাম ফেরেন ব্যক্তিগত ৫ রানে। তবে মিচেল ঠিক ১০০ বলের মোকাবিলায় ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পান।  

অবশ্য ব্যক্তিগত ৭৩ রানে মিচেলের একটি সহজ ক্যাচ ফেলে দেন জসপ্রীত বুমরাহ। এর আগে ব্যক্তিগত ৬০ রানেও উইকেটকিপার লোকেশ রাহুল ক্যাচ ফেলে দিলে বেঁচে যান মিচেল। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। কিন্তু শেষ ছয় ওভারে রান তোলার গতি কমে যায় কিউইদের। সেই চাপে একের পর এক উইকেটও হারায় তারা।  

শেষ ৬ ওভারে কিউইরা মাত্র ৩০ রান তুলতেই হারায় ৬ উইকেট। এর মধ্যে সেট ব্যাটার ড্যারিল মিচেলকে শেষ ওভারের পঞ্চম বলে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূরণ করেন শামি। মিচেলের ব্যাট থেকে আসে ১২৭ বলে ১৩০ রান; হাঁকান ৯টি চার ও ৫টি ছক্কা। নিউজিল্যান্ডের শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ভারতের কুলদিপ উইকেট পেয়েছেন ২টি এবং বুমরাহ ও সিরাজ পেয়েছেন ১টি করে উইকেট। পাঁচ উইকেট নেওয়া শামি দলে ফিরেই পেলেন ম্যাচসেরার পুরস্কার।

বাংলাদেশ সময়ঃ ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩

Proyotoma Full Movie By Shakib Khan,Hridika.2023

 

Borolok er Pola
Full Natok

 

আবার পর্দায় লোকেশ-জাদু


বাণিজ্যিক আর শৈল্পিক ঘরানার মিশেলে সিনেমা বানান লোকেশ কঙ্গরাজ। দক্ষিণ ভারতের এই নির্মাতার সিনেমা সমালোচক-নন্দিত হয়, বক্স অফিসে ব্যবসাও করে। গত বছর ‘বিক্রম’-এর মতো সুপারহিট সিনেমার পর পরিচালক হাজির লিও নিয়ে। গত বৃহস্পতিবার মুক্তির পর থেকে বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে থালাপতি বিজয় অভিনীত সিনেমাটি।
‘মানাগারাম’ দিয়ে ২০১৭ সালে পরিচালনা শুরু করেন লোকেশ। প্রথম সিনেমাতেই সাফল্য। হাইপার লিংক থ্রিলারটি দেখে সমালোচকেরা বলেন, ‘মাস্ট ওয়াচ’, বক্স অফিসে লক্ষ্মী লাভও হয় যথেষ্ট। পরের কয়েক বছরে ‘কাইথি, ‘মাস্টার’ আর ‘বিক্রম’ বানিয়েছেন পরিচালক। এর মধ্যে ‘কাইথি’কে বলা হয় তাঁর ক্যারিয়ারের সেরা সিনেমা। ‘কাইথি’ আর ‘বিক্রম’ লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের (এলসিইউ) অংশ। ‘লিও’ সেই ইউনিভার্সের তৃতীয় কিস্তি।

রবিচন্দ্রনের কাজ প্রশংসিত হয়েছে। ব্যতিক্রম ছিল না এ সিনেমাও। চলতি বছর আলোচিত আরও দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘জেলার’-এর সংগীতও তাঁরই করা।

‘লিও’–এর শুটিংয়ের বিজয় ও লোকেশ। আইএমডিবি
‘লিও’–এর শুটিংয়ের বিজয় ও লোকেশ। আইএমডিবি

থালাপতি বিজয় ছাড়াও ‘লিও’-এর বিভিন্ন চরিত্রে আছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, গৌতম মেনন, প্রিয়া আনন্দ প্রমুখ। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে বিজয় একাই পারিশ্রমিক নিয়েছেন ১২০ কোটি রুপি! ছবিতে বিজয়ের ধূসর চরিত্রের লুক চূড়ান্ত করা হয় ৩০টি আলাদা লুক দেখার পর। ছবিতে পঞ্চমবারের মতো তাঁর জুটি হয়েছেন তৃষা। ‘লিও’-এর অন্যতম খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়।

অভিনেতা জানিয়েছেন, মাত্র এক লাইন গল্প শুনেই চরিত্রটি করতে রাজি হন তিনি। সিনেমার একটি অতিথি চরিত্রে আছেন নির্মাতা অনুরাগ কাশ্যপও।
‘লিও’-এর বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। এ ছাড়া চেন্নাই, হায়দরাবাদের রামুজি ফিল্মসহ আরও কয়েকটি জায়গায় হয়েছে সিনেমার কাজ।

‘লিও’–এর শুটিংয়ের দৃশ্য। আইএমডিবি
‘লিও’–এর শুটিংয়ের দৃশ্য। আইএমডিবি

লোকেশের পরের তিন সিনেমা চূড়ান্ত হয়ে আছে। এরপর রজনীকান্তকে সিনেমা বানাবেন তিনি, এরপর আসবে ‘কাইথি ২’ ও ‘বিক্রম ২’। নির্মাতা আগেই জানিয়েছিলেন, মোটমাট দশটি সিনেমা বানাবেন তিনি। পাঁচটি তো হয়েই গেল, এখন বাকি পাঁচটি দেখার অপেক্ষা।


নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ, পান্ডিয়ার জায়গায় কে

ভারত-নিউজিল্যান্ডের এগিয়ে যাওয়ার লড়াই। দুটি দলই নিজেদের প্রথম চার ম্যাচের সব কটিতে জিতেছে। আজ তারা মুখোমুখি হচ্ছে ধর্মশালায়। যারা জিতবে, সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে কোন একাদশ খেলাবে দুই দল। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে ভারত দলে পরিবর্তন নিশ্চিত। কে খেলবেন পান্ডিয়ার জায়গায়? নিউজিল্যান্ড দলে কি কোনো পরিবর্তন আসছে?

পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদব অথবা ঈশান কিষানের মধ্যে কারও একাদশে ঢোকার সম্ভাবনা বেশি। এই দুই ব্যাটসম্যানের মধ্যে সূর্যকুমার জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। ওপেনার ঈশান ভারতের হয়ে পাঁচ নম্বরের নিচে কখনো ব্যাটিং করেননি। অন্যদিকে, সূর্যকুমার ছয়-সাত নম্বরেই ব্যাটিং করতে অভ্যস্ত। তবে গতকাল অনুশীলনে হালকা চোট পেয়েছেন সূর্য। সেই চোট কতটা গুরুতর, সেটা অবশ্য জানা যায়নি।

যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে আরও ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

  ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই ন...